Description
জয়নালের বয়স যখন সাত, অমাবস্যার এক অন্ধকার রাতে শীতলক্ষ্যায় নৌকা ডুবে মারা যায় ওর বাবা-মা। তখন থেকেই নদীর পারে খেয়াঘাটকে আশ্রয় করে বড় হয়ে ওঠে সে। কিন্তু কূলহীন কিনারাহীন জীবনের ভেলায় ভাসতে ভাসতে একসময় জয়নালের মনে হয়, নদীর স্রোতের মতো মানুষের অস্তিত্বও সময়ের নিজস্ব গতিতে বয়ে চলে। তাকে থামাতে যাওয়া মানেই মৃত্যু! কিন্তু তবুও জীবন থেমে যায়। মানুষের লোভ-লালসা আর নিষ্ঠুরতার কাছে অসহনীয় হয়ে ওঠে শীতলক্ষ্যা পাড়ের শান্ত জনজীবন। নিদারুণ নির্মমতার বলি হয় দুটি নিষ্পাপ হৃদয়ের প্রেম। শিয়াল-কুকুরের খাদ্যে পরিণত হয় ব্যর্থ প্রেমিকের মরদেহ। কেউ-বা মরে গিয়ে পালাতে চায় সমাজের সেই বীভৎস অধ্যায় থেকে। কিন্তু মৃত্যু কি পারে সত্যিকারের মুক্তি দিতে? নিঃসঙ্গ জীবনের সাথে আজন্ম যুদ্ধ করে বড় হওয়া জয়নাল সেই পথভ্রষ্ট সমাজকে দেখানোর চেষ্টা করে, মৃত্যু নয়, প্রেম এবং করুণাই মুক্তির পথ
Reviews
There are no reviews yet.