Description
শোনা যায় জাবনটাই নাকি গল্পের মতন। অতশত বুঝে আসে না আমার। গল্পেরা প্লট হয়ে আসে-তাহ লিখে লিখে আকার দেই মাত্র। যা ভালোলাগার
প্রতিফলন। তবে ভালো-মন্দ, গল্প হলো কী হলো না-তা পাঠকই নির্ধারণ করবেন। বেশ কিছুদিন থেকে গল্পগুলো লেখা। লিখে রেখে দিয়েছি। বের করে সংশোধন, পরিমার্জন, প্রয়োজনে সংযোজন-বিয়োজনও করেছি। তা বারবার করেছি। এভাবে পাণ্ডুলিপি তৈরি হলো। প্রকাশক সাহেবকে বললে তিনি দেখেশুনে রাজি হলেন প্রকাশ করতে। মনে আনন্দ বয়ে গেল যে। পাঠক বই আকারে পড়বে গল্পগুলো। তবে বেশ কয়েকটি গল্প বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পেয়েছে। পাঠকের সাড়াও পেয়েছে সেগুলো। বিশ্বাস যে, বইও সাড়া পাবে পাঠকের।
বইটির ক্ষেত্রে আমার পরিবারের সদস্যদের কথা না বললে ঘাটতি থেকে যাবে যে! স্ত্রী ও আত্মজাদ্বয় আমার পড়া, লেখা-এমনকি ভাবনার পরিবেশ তৈরিতে যথেষ্ট ছাড় দিয়ে, সহযোগিতা করে আমার জগৎ বানিয়ে নিতে সাহায্য করছে প্রতিনিয়ত। আর যারা গল্পকার তৈরি হতে সহায়তা করেছেন বা করছেন তাদের ভালোবাসা না জানালে হয়।
কম্পিউটারম্যান বিষ্ণু বর্মণকে কাজের বিনিময় হিসেবে ভালোবাসা দিলাম কিছুটা-ঋণ শোধরানোতে। কেননা, ওর আয়ের এ পথের কাজে কখনো বিঘ্ন সৃষ্টি করে,
কখনো জোর করে আমার কম্পোজের কাজ করিয়ে নিই, তেমন খরচাপাতি না দিয়েই।
যা হোক, প্রকাশক শফিক সাইফুল ভাইয়ের প্রতি হৃদয়জ ভালোবাসা যে বইটি প্রকাশ করতে এগিয়ে এসেছেন। কাজ করলে ত্রুটি-বিচ্যুতি থেকে যেতে পারে, এটা স্বাভাবিক। সংশোধনে সর্বপ্রচেষ্টার পরেও যদি কোথাও ভুল থেকে যায় তবে জানলে ও বুঝতে পারলে আগামীতে মোচনে সচেষ্ট থাকব।
Reviews
There are no reviews yet.