Description
একটা দুঃসংবাদ আসে। জানা যায়, গণপিটুনি দেওয়া হয়েছে সুমিদের বাসার নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে। যাকে কেউ কেউ চেনে ‘কালাম’ নামে। অথচ সুমির কাছে সে ‘মাসুম’। কিন্তু কারণ কী? আর গণপিটুনি খেয়ে হাসপাতালে যাওয়ার পর কী পরিণতি হয় তার?
এরপর ভয়াবহ আক্রমণের শিকার হয় সুমি। ঘটনাস্থল থেকে রক্তাক্ত চাপাতি উদ্ধার করে পুলিশ। আর তৎপর হয়ে ওঠে ঘাতককে ধরার জন্য। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও যখন ধরা পড়ে না কেউ, তখন পুলিশকে চমকে দিয়ে আত্মসমর্পণ করে প্রধান সন্দেহভাজন। কে সে?
গভীর রাতে দড়ি বেয়ে ছাদ থেকে বারান্দায় নামে ঘাতক। আর তেড়ে যায় অস্ত্র উঁচিয়ে। এরপর আর্তচিৎকারে কেঁপে ওঠে পুরো ভবন। প্রতিবেশীরা এসে দেখে লাশ পড়ে আছে মেঝেতে। কিন্তু কার লাশ? সুমির? রনির? মাসুমের? নাকি অন্য কারো?
Reviews
There are no reviews yet.