Description
‘বাংলা বাঙালি বাংলাদেশ’ বইটি মজিবর রহমানের লেখা একটি বই। মজিবর রহমান ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহন করেন। শৈশব, যৌবন ও কৈশর কাটিয়েছেন ময়মনসিংহ শহরে। কিছুদিন কাটিয়েছেন নেত্রকোনায়। ব্যাংকিং কে পেশা হিসেবে বেছে নিয়েছেন, কাটিয়েছেন ঢাকায়, এবং পাশাপাশি সিলেট এ কিছু সময়। স্কুল ম্যাগাজিন এ তার লেখালেখি শুরু হয়, পরবর্তীতে নব্বই এর দশকের শুরু থেকে লেখালেখি পুনরায় শুরু করেন। তিনি অনিয়মিত সাহিত্য পত্রিকা বৈভব এর সম্পাদনা ও প্রকাশনার সার্বিক দায়িত্ব পালন করছেন। তার লেখা বাংলা বাঙালি বাংলাদেশ বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের ডিসেম্বর মাসে। বইটি প্রকাশিত হয় বিজয় প্রকাশনী থেকে এবং এর প্রকাশক রামশংকর দেবনাথ । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির নাম থেকেই এর বিষয়বস্তু সম্পর্কে ধারনা পাওয়া যায়, তবে পুরোপুরি পাওয়া যায় না আসলে। বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন বাংলা হওয়ার পরের কথা, একাত্তর সালের যুদ্ধের কথা ও যুদ্ধপরবর্তী অনেক বিষয় নিয়ে বই এর অভাব নেই, লেখকদের মাঝে অনেকেই এই বিষয়ে অনেক বই লিখেছেন। তবে বাংলাদেশের অতীত তো আসলে মুক্তিযুদ্ধ থেকেই শুরু নয়, অতীত জানতে হলে ইংরেজদের আগে থেকে জানতে হবে, ইংরেজরা আমাদের দেশ শাষন করেছে অনেক দিন, তারা যাওয়ার সময় ভারতবর্ষ কে ভাগ করে দিয়ে যায়, এক ভাগে থাকে ভারত, অপর ভাগে দুই পাকিস্থান। এই ভাগাভাগির পর থেকে শুরু হয় দ্বন্দ, যার পরিনতি তে বাংলাদেশ স্বাধীন হয় পশ্চিম পাকিস্থান এর থেকে। এই দেশের সকল ইতিহাস জানা আমাদের সকলের অত্যন্ত প্রয়োজন, এই বইটি আমাদের এই প্রয়োজনীয়তার অনেকখানি পুরন করতে সক্ষম হবে, তা নিঃসন্দেহে বলা যায়।
Reviews
There are no reviews yet.