Description
অফিসের বসেছিল নিশিতা। হঠাৎই একটা চিঠি এলো। খুলে তো অবাক সে! রেডম্যান নামের কেউ একজন লিখেছে, তাকে কিনে ফেলতে চায়। কী অদ্ভুত! মানুষকে কী কেনা যায়? অথচ বাস্তবে যেন সেটাই সত্য হতে শুরু করল। তার জীবনের মূল্য বাবদ তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা। বিস্মিত নিশিতা! তারপরও অনুমান করে কেউ তার সাথে দুষ্টমি করছে। কারণ চেহারা সুন্দর হওয়ায় অনেকেই তাকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। এই মানুষগুলোর অনেক টাকা। হয়তো তাদেরই কেউ দিয়েছে টাকাটা। কিন্তু হিসেব যে মিলছে না! কারণ রেডম্যান নিজের পরিচয় গোপন রেখে বার বার যোগাযোগ করতে থাকে তার সাথে। একসময় জানায় নিশিতা মৃত্যুবন্দি, দ্রুতই গোপন বন্দিশালায় হত্যা করা হবে তাকে! ঘটনাক্রমে নিশিতার পরিচয় হয় ডাক্তার তরফদারের সাথে। ডাক্তার তরফদার কেন যেন আগ্রহী হয়ে ওঠেন রেডম্যান নামটা শুনে। রহস্য উন্মোচন করতে গিয়ে বুঝতে পারেন মহাবিপদে আছে নিশিতা। যেভাবেই হোক বাঁচাতে হবে তাকে। কিন্তু বাস্তবে কী সম্ভব! শেষ পর্যন্ত কি ঘটেছিল নিশিতার জীবনে? আর কেইবা ছিল রেডম্যান?
Reviews
There are no reviews yet.