Description
স্বপ্ন জাগে আমার সাথে ছোট্ট কুঁড়ে ঘরে
চাঁদের আলো ঠিকরে পড়ে ভিতরে খাঁখাঁ করে
এইতো তুমি ছিলে সেদিন- মঞ্জুরী ভরা শাঁখে
হঠাৎকরে হারিয়ে গেলে স্রোতা নদীর বাঁকে
ভালো করেছো, হারিয়ে গেছো- কালের ঘরে শনি
আমি এখনো অপেক্ষাতে- আট প্রহর গুণি
ভরা আলোয় উত্তাপ লাগে আগুন জ্বলে কই?
গন্ধ আসে ভিতর থেকে, জ্যান্ত পোড়া হই?
Reviews
There are no reviews yet.