Description
মানুষের চরিত্রে নানা রকম রং থাকে। সেই রঙের ভেতর আবার বিভিন্ন রকমের ছায়া থাকতে পারে। সেগুলো আবার ভিন্ন রঙের আলোয়, ভিন্নভাবে প্রতীয়মান হতে পারে। আপাতদৃষ্টিতে একজন ভালো মানুষ ভেতরে ভেতরে হতে পারে দারুণ সুবিধাবাদী। নীতিকথা কপচানো মানুষ হয়তো কপচানোর জন্যই নীতিকে ব্যবহার করছে, নিজের জীবনে তার প্রয়োগই নাই। রাজনীতি করতে গিয়ে মিথ্যে প্রতিশ্রুতির অনুশীলন করাই যেন সত্য হয়ে উঠছে। দীর্ঘদিনের প্রেম কারণ ছাড়াই হয়ে উঠছে অসহনীয়। পলকা হাওয়ায় ভেঙেচুরে পড়ছে আশার ঘর। মানব জীবনের সেই বর্ণিল, কিছুটা বিবর্ণ কিংবা পুরোপুরি ধূসর গল্পগুলোকেই লেখা হয়েছে এই বইতে।
লেখক দীর্ঘদিন দেশে বেড়ে উঠলেও বেশ কিছুদিনের প্রবাস জীবনের অভিজ্ঞতার আলোকে মানুষকে ভিন্ন আলোতে দেখার সুযোগ পেয়েছেন। বিশ্লেষণধর্মী মনোভাবের কারণে মানুষকে নানা দৃষ্টিকোণ থেকেও দেখেছেন। সহজাত প্রবহমান গল্প বলার সাথে যুক্ত হয়েছে লেখকের সহজাত হাস্যরসাত্মক ঢং। আর সেই লেখার ধারায় প্রেমকে উপজীব্য করে ভিন্ন স্বাদের কয়েকটি গল্প সন্নিবেশিত করেছেন। পাঠকের জন্য কিছু ভিন্ন স্বাদ নিশ্চিত করার জন্য কয়েকটা প্রহসনও যোগ করেছেন ‘প্রেমে প্রহসনে’র মলাটে।
Reviews
There are no reviews yet.