Description
১৭ ডিসেম্বর, ১৯৯০ তারিখে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস একটি নতুন অধ্যায় সুচিত হয়েছে। এই দিন মহিলা মুক্তিযােদ্ধারা, সমবেত হয়েছিলেন এক অপূর্ব সমাবেশে। যাঁরা বন্দুক হাতে যুদ্ধ করেছেন, আহতদের সেবার জন্যে যুদ্ধ ক্ষেত্রের হাসপাতালে যাঁরা নিয়ােজিত ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ, যাঁরা মুক্তিযেদ্ধিাদের রান্না করে খাইয়েছেন, যাঁরা বিদেশে থেকেও দেশের জন্যে কাজ করেছেন, যাঁরা নিজের সন্তানকে, স্বামীকে যুদ্ধে যাবার অনুপ্রেরণা দিয়েছেন যাঁরা – সেসব মহিলা মুক্তিযােদ্ধারা সমবেত হয়েছিলেন তাদের অভিজ্ঞতা বর্ণনা করে শােনাতে। মুক্তিযােদ্ধা বলতে যে কেবল বন্দুক হাতে একজন পুরুষ মুক্তিযােদ্ধাকেই বােঝায় না, এ কথাটি সেদিন দৃঢ়তার সাথে প্রতিষ্ঠা করেছেন মহিলা মুক্তিযােদ্ধারা স্বশরীরে উপস্থিত হয়ে। নারীগ্রন্থ প্রবর্তনা আয়ােজিত এই অনন্য সমাবেশের ওপর ভিত্তি করে এবং এ পর্যন্ত সন্ধান পাওয়া মহিলা মুক্তিযােদ্ধাদের অভিজ্ঞতার ওপর রচিত তথ্যের ওপর ভিত্তি করে এ গ্রন্থ আমরা প্রথম প্রকাশ করেছিলাম ১৯৯১ সালে । দ্বিতীয় সংস্করণে যুক্ত হয়েছে দ্বিতীয় মহিলা মুক্তিযােদ্ধা সমাবেশের তথ্য। এ গ্রন্থটি গবেষক ও সাধারণ পাঠকদের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছে। এবার তৃতীয় সংস্করণ প্রকাশ করছি। এবার বীর প্রতীক তারামন ও অন্যান্য মুক্তিযােদ্ধাদের কথা সংযােজন করা হয়েছে। বাংলাদেশের সঠিক ইতিহাস প্রণয়নের জন্যে এ গ্রন্থটি সকলেরই পড়া দরকার। সকলেই এ গ্রন্থ পড়ুন এবং আমাদের আরও মুক্তিযােদ্ধাদের সন্ধান দিন।
Reviews
There are no reviews yet.