Description
নুসরাত জিজ্ঞেস করল, ‘কেমন লাগছে সুইজারল্যান্ড ?’
‘আমি তোমাকে বলে বোঝাতে পারব না, এত সুন্দর!’
‘তাহলে তো এবার অন্তত কোনো একটা জায়গা তোমার ভালো লাগল ?’
‘হ্যাঁ, লেগেছে।’
‘এবার কি তোমার গ্রামের চেয়েও সুন্দর মনে হয়েছে ?’ বলে ঠোঁট টিপে হাসল সে।
‘হুম, এখন অবধি এর চেয়ে সুন্দর আর কোনো জায়গা আমি দেখি নি। এ আমার দেখা সবচেয়ে সুন্দর দেশ।’
‘তাহলে এবার নিশ্চয়ই ওখানে তোমার থেকে যেতে ই”েছ হ”েছ ?’
‘নাহ।’
‘কেন ? তুমি যে বললে, ও পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা! সবচেয়ে সুন্দর দেশ! তারপরও থেকে যেতে ই”েছ করছে না ?’
‘নাহ। মানুষ মূলত থাকতে চায় সবচেয়ে শান্তির জায়গায়।’
‘ওই তো হলো, একই। সুন্দরই তো শান্তি।’
‘উঁহুঁ। সুন্দর সব সময় শান্তির নাও হতে পারে। কিš‘ যা শান্তির তা সব সময়ই সুন্দর।’
‘মানে ?’
‘মানে ধরো, যদি কিছু দেখতে অসুন্দরও হয়, কিš‘ তা শান্তি দেয়, তাহলে দেখবে সেটিই সুন্দর মনে হয়। আবার যা দেখতে সুন্দর, কিš‘ তা যদি শান্তি দিতে না পারে, সেখানে স্বস্তি বা ¯ি’রতা না থাকে, তাহলে সেই সুন্দরকেও আর ভালো লাগে না।’
Reviews
There are no reviews yet.